হুলো বিড়াল বাঘ সেজেছে, বাগ বেড়েছে
ধরছে চেপে কান,
বনের পশু বন ছেড়েছে বান ছুটেছে
যাইবে বুঝি প্রান।
বনের রাজা হোকনা যে কেউ
হায়না কিবা হাতি,
এক রাতেতে ঘর ছেড়েছে, ঝড় উঠেছে
পোহালো বুঝি রাতি।
দুধ-ভাত আর হয়না ইস্যু, খায়না শিশু
হুলোর ভাগেই রয়,
হুলো বাবা রাগ করিলে প্রানটা যাবে
সবার মনেই ভয়।
মাছের বাজার হোকনা চড়া, হুকুম কড়া
হুলো বাবার চাই,
নইলে বিপদ প্রতি ক্ষনেই
বাঁচার উপায় নাই।
এমনি ভাবে রাত কাটিল, দিন পেরুলো
শুন্য গােলার ধান।
হেথায় হোথায় ঘুরে ফিরে ইঁদুর বলে
রয়না বুঝি প্রান।
বাঘ সেজেছে হুলো ব্যাটা হয়েছে কী?
কাটবো শিকার দড়ি,
ঘুমিয়ে আছে শিকার নীচে, বুঝবে মজা
আমরা সবাই সরি।
ইঁদুরগুলো তার কেটে দেয়, ধপাস করে
পড়লো মাথায় হাঁড়ি,
অক্কা পেল বাঘের সাজে,নিরাপদে
ফিরলো সবাই বাড়ী।