সব খেয়েছে  সব খেয়েছে
  হারামজাদা বিড়াল ছানা,
বুঝবে মজা, কেমন সাজা
   কতবার করেছি মানা।

ইঁলিশ মাছের কাঁটা খেলি
হাড়গুলো সব চিবিয়ে নিলি,
ডিমের খোসা, কলার খোসা
কোন কিছু কি আমায় দিলি?

সাতটা থালা চারটা বাটি
  করছি আমি চাটাচাটি,
সেথায় গিয়েও মুখ লাগালি
হারামজাদা বিড়াল ছানা।

লক্ষ কোটি আছে আমার
লোকে আমায় বলে চামার
      তোর তাতে কি?
          ছন্নছাড়া।

আমায় বলে রাঘব বোয়াল
আমার প্রতি রাখে খেয়াল
জানেনা সে ক্ষুধার খবর
আমার যে মানেনা সবর।

বলতে আমার নাইরে দিধা
আমার পেটে অনেক ক্ষুধা,
টপ-বোটমে না খেলে তাই
আমার মনে শান্তি যে নাই।

আমি হলাম সবার গুরু
সব কিছুতে আমিই শুরু,
টপ বোটমে আমিই খাব
তোরা খেলে কোথায় পাব?

হারামজাদা বিড়াল ছানা
আর তোরে করবোনা মানা
কোন খানে হাত  লাগালে
করবো তোরে ফানা ফানা।