তোমার পরাজয়ে আমি হেসেছিনু,
বুক ভরা উল্লাসে আমি ছুটেছিনু,
পথে প্রান্তরে, দুর দুরান্তরে।
আকাশ বাতাস মুখরিত করে,
পাখ পাখালির সুরে সুর মিলিয়ে
গেয়েছিনু বিজয়ের গান।
রিম ঝিম বৃষ্টির তালে তালে,
ময়ুর নাচে পাখনা মেলে,
আমি নেচেছিনু প্রাণ খুলে।
কখনো ভাবিনি আহা হতে পারে তাই,
তোমার অবস্থা কভু আমি যদি পাই,
সাধ্য আছে কি সহিবার?
জীবনের খেলা ঘরে ঘটে কত কিছু,
ভাব মন কেন তুমি নিবে তার পিছু,
ভূল ভাঙাতে পারনা তুমি বারং বার।
একটু স্নেহের তরে কত কিছু ঘটে,
বুকেতে জড়ায়ে ধর থাকো যদি পটে,
বাড়ায়ে বন্ধুত্বের হাত।
আজ হতে আজীবন দুয়ে দু হাত,
ঘুচে যাবে শত্রুতা কেটে যাবে রাত,
পদানত স্বর্গ হবে এই ধরাধামে।
ভাবনা ভেবনা মন যাবেনা মান,
এক ধাপ আগে গেলে আল্লাহ দিবে দাম,
হবে তুমি চির স্বরণীয়।