দেবতা ভেবে পাশে এসেছিনু
      পাশে পুঁজার ফুল,
বেলপাতা আর গঙ্গাজল
   আনতে করিনি ভূল।
অর্ঘ ছিল পরিমান মত
    ঠাকুর ছিল পাশে,
এক এক করে শত পুজারীরা
   আসছে ভালোবেসে।
পদানত শিরে পায়ের ধুলি
   কপালে পেয়েছে ঠাঁই,
কখনও ভাবিনি রাক্ষুস তুমি
     দেবতার গুন নাই।
আস্তে আস্তে রক্ত খেয়েছ
        রক্ত শুন্য দেহ,
কাঙালের ভাতে ফেলেছ খাবা
    সবারে করেছ হেয়।
বেকারত্বের সুযোগ নিয়ে
  খেলেছ হাজার খেলা,
রক্ত পুঁজ উদরে ভরে
তবুও কাটেনা বেলা।
তোমার কারনে অনেকের দেহ
     এ ধরাধামে নাই,
সংসার পুড়ে ছাই হয়ে গেছে
   এমনও খবর পাই,
পরাজয় এসে উঁকি ঝুঁকি দেয়
      কাঁপছ কেন ডরে,
আর কতটা সবুর কর
    বুঝবে তার পরে।
মানব চর্ম যদিও গায়ে
     পশুত্বে ভরা মন,
ধ্বংশ তোমার হবেই হবে
  বাঁকি নাই বেশিক্ষন।