স্কুলে গেলেই শিক্ষিত হয়
কথা সত্য নয়,
তবু সবাই উঁচু স্বরে
শিক্ষিত তারে কয়।
পড়া লেখা শিখে কত রাজনীতি বিদ
সমাজ সেবার তরে,
করিতেছে চুরি,গাদা গাদা করে
কত কিছু তারা গড়ে।
সৃষ্টিকুলে ডাক্তার বড়
তাইতো সবাই কয়,
অফিসের কাজ অবহেলা করে
ভিজিট বুঝিয়া লয়।
শিক্ষাগুরু নয় ছোট তিনি
বাবার পরেই ঠাই,
প্রাইভেটে ছাড়া কিছুই বুঝেনা
দ্বায়িত্ব পালেন ছাই।
অফিসের ফাঁক আর তটিনীর বাঁক
দুটোই বোঝা দায়,
সেলামী দিতে কম-বেশী হলে
ফাইল সরেনা হায়।
জনপ্রতিনিধি নয় সাদা সিধে
লেট্রিন থেকে গম,
বিধবা ভাতার সেলামী নিতে
হয়ে ওঠে তারা জম।
নিয়োগ নেশায় সভাপতি সাথে
প্রতিষ্ঠানের পিতা,
ফিপটি-ফিপটি,ওয়ান-থার্ডে
পাতায় তারা মিতা।
সমাজপতিদের আশ্রয়ে আজ
সন্ত্রাসী কাজ চলে,
তবুও তারা সমাজের মাথা
সুধীজন তাকে বলে।
স্বভাব গুনে রসাতলে দেশ
সত্যের আহবান,
স্বার্থের চেয়ে দেশটা বড়
বাঁচাও দেশের মান।