দিনে বলি এক কথা
রাতে বলি অন্য,
ননসেন্স পলসিতে
সদা মোরা ধন্য।
লেখা পড়া শিখে কেউ
অফিসার মস্ত,
রোজগার যাই হোক
তবু রুটি গোস্ত।
ফাইল, ফাইলে জট
সেলামি হলে কম,
আইনের পাশ কেটে
হয়ে উঠি তার জম।
অফিসের বস হলে
কথাটাতো অন্য,
কাউকে ভাবেনা মানুষ
করেনাকো গন্য।
সততার ভান করে
চেয়ারেতে বসে তাই,
যারে খুশি তারে নেব
মুঠো ভরা টাকা চাই।
ডাক্তারী শিখে কেউ
খুলেছে কসাইখানা,
জীবনের ঝুঁকি নিয়ে
কে করিবে তারে মানা।
ক্লাসেতে লেখা-পড়া
প্রায় সবি বন্ধ,
প্রাইভেটে নাহি গেলে
করে গাল মন্দ।
সংসদে কথা নাই
আছে শুধু ধাক্কা,
বড় বড় কথা বলে
ভিতরেতে ফাঁক্কা।
ভাবিলে ভাসিবে ভেলা
ভাবনার নাই শেষ,
ননসেন্স পলিসিতে
ভেসে গেছে সারা দেশ।