করোনাতে দীক্ষা নিলাম
জিবনটা যে ভিক্ষা পেলাম,
হাজার নদী পেরিয়ে এলাম
অভিজ্ঞতায় রাঙিয়ে নিলাম।
মা-বাবা তার আপন বাড়ি
অনেক আগেই দিছেন পাড়ি,
ভাই-বোনেরা ভূবন মাঝে
ব্যস্ত আছেন নিজের কাজে।
যুগ যুগান্তের বন্ধু যারা
বিপদ বুঝে দূরে তারা,
স্মৃতির পাতায় কথা গুলো
অজান্তে তা মিথ্যা হলো।
করোনাতে হলাম দোষী
দূরে গেলেন প্রতিবেশী,
প্রাণের ভয়ে একই সুরে
স্বজনেরা অনেক দূরে।
ভাই-ভাবি আর ভাস্তি জামাই
এমন সময় কেউ কাছে নাই,
জাত,জাতি আজ নাইকো পাশে
করোনা যে সর্বনাশে।
শুয়ে আছি হাসপাতালে
কেউ এলো না বিপদ কালে,
ভগ্নি ভাগিনা ভগ্নিপতি
এলেই হবে বড় ক্ষতি।
জন্মদাতা যাদের আমি,
ধর্ম মতে যার স্বামী,
তারাই শুধু আমার কাছে
নাই কোন ভয় আগে পিছে।
মা-বাবা আর ছেলে-মেয়ে,
যারে তুমি করছো বিয়ে,
বিলিয়ে দাও ভালোবাসা
বিপদ কালে তারাই আশা।