হচ্ছে কি দেখ শিক্ষালয়ে
কলেজ কিবা বিদ্যালয়ে
ইচ্ছেমত যাচ্ছে তাই,
আইন সিদ্ধ হোক বা না হোক
এতে কারো নাই কোন শোক
বলার কেউই নাই।
নানান রকম ফিস দিয়ে তাই
ধনী গরীব তফাত যে নাই
ইচ্ছেমত নিচ্ছে টাকা,
আদর্শ নাই কানাকড়ি
শুধু চিন্তা গাড়ি বাড়ি
চলন বড়ই বাঁকা।
প্রবেশ পত্রের নাম ভাঙিয়ে
আইনের পাশ ডিঙিয়ে
লুঠছে টাকা কাঁড়ি কাঁড়ি,
হাজার রকম যুক্তি দিয়ে
প্রয়োজনে ভক্তি দিয়ে
করছে তারা গাড়ি বাড়ি।
প্রত্যয়নে নিচ্ছে টাকা
খুঁজে কোথায় আছে ফাঁকা
কাজ কিবা অকাজ,
উর্ধ্বতন কয় না কথা
এটাই নাকি আইন প্রথা
পায়না শরম লাজ।
রশিদ ছাড়া ভর্তি গুলো
নেইকো হিসাব হচ্ছে ধুলো
এটাই ভালো পথ,
নানান রকম ভাউসারেত
ভরছে খাতা দিনে রাতে
দেখছে সবাই রথ।
এ ফিস ও ফিস ফিসফিসিয়ে
ছাত্র/ছাত্রী যায় বিষিয়ে
তবুও নাই ছাড়,
মোশাহেব তার আছে কিছু
খুঁজে ফিরে নানান ইস্যু
হাজার বিপদ পার।
মেধা যাচাই করবে কিসে
চাকুরী হবে মোটা ফিসে
তাক ধিনাধিন তাক,
হাজার রকম যুক্তি দিয়ে
বিবেক থেকে মুক্তি নিয়ে
বাঁচায় নিজের নাক।
ভয় ভীতিতে টিসার গুলো
ইচ্ছে করেই নিচ্ছে ধুলো
তাল মিলিয়ে পা,
সেই সুযোগে প্রধান সাহেব
ক্যাশের টাকা করছে গায়ের
বাঁচায়ে নিজের গা।
কমিটিকে করছে খুশি
প্রতিবাদী সবাই দোষী
ভাবছি শুধু তাই,
প্রধান শুধু বুদ্ধি আটে
মিল খুঁজে যায় বোল্ট নাটে
বলার কেউই নাই।