ফেসবুকে কিসব দেখি
আসল নাকি ছদ্মবেশী?
পদ্যে গদ্যে সব একাকার
ভালো মন্দ বোঝা বড় ভার।
কেউবা দিচ্ছে বউয়ের দোহাই
ছেলে মেয়ে নিয়ে কোথা চলে যাই,
টাইম স্কেলে কেউবা বাঁধা
কাটছে যে দিন আধা আধা।
বোনাস নিয়ে কেউবা টানে
জাতীয়করণ কানে কানে,
বদলী পেতে কেউবা খুশি
সুযোগ পেলেই নেতা দোষী।
গুরুজন বলে দেয় পরিচয়
বলে বেশি কথা তাতে নাই ভয়,
লাগাম ছাড়া বলছে কথা
তাতে জাতি পাচ্ছে ব্যথা।
মহা দূর্যোগে কবলিত দেশ
করোনায় কাতর কাটেনি ক্লেশ,
এরই মাঝে হচ্ছেটা কি
ঘৃণায় মন করে ছি!ছি!
ঘরকোনে বসে পাচ্ছে বেতন
তাইতো করে নানান কেতন,
জাতির বিবেক এরাই নাকি
কে বলে তা? গোটাই ফাঁকি।
শতভাগ বোনাস মার তাতে লাথি
কত অসহায়,হও তার সাথী,
কাঁধে কাঁধ রেখে ছুড়ে ফেলো ঘোর
অমানিশা কেটে তব হবে ভোর।