আমরা বেশিক আমরা বল
খুলে ফেল সব পায়ের মল,
দলাদলি আর হানাহানি ভূলে
লাল গোলাপটা আনবো তুলে।

পদে যাই হোক তাতে কিবা হয়
এক জোট হব মনে নেই ভয়,
একটাই দাবি জাতির কাছে
আমারা কেন সবার পিছে।

কাঁদা মাটি দিয়ে আমরাই গড়ি
মানুষ বানাতে কত দৌড়া দৌড়ি
সিন্ধু সেচে মুক্তা আনি,
তার দোষে কি সম্মান হানি?

দেশের মাঝে যত জ্ঞানী জন
একটি বার খূলে দাও মন,
তোমারে পড়ায়ে করেছি কি ভূল?
নচেৎ আমরা কেন নিরাকূল?

ছেলের মতো করেছি মানুষ
তার প্রতিফল হয়েছি ফানুশ,
কেন হলাম আজ এত অসহায়
কিসের তরে স্বল্প আয়?

আমরা হলাম সবার গুরু
আমাদের সাথে একি হলো শুরু,
একটাই দাবি জাতীয়করণ
একথা আগেই রাখিও স্বরণ ।

ধৈর্যের বাঁধ যেন, ভেঙে নাহি যায়
অধিকার গুলো, যেন ফিরে পায়,
আমরা বেশিক পাবিনারে পার,
আপনার গড়া হবে চুরমার।