এমন কিছু কবিতা আছে পৃথিবীতে প্রসূত হয় না —
কবির মস্তিষ্কের ভিতরেই আত্মহত্যা করে ;
এমন কিছু কথা কিংবা ঘটনা আছে কাউকে বলা যায়না—
গোপনে-গোপনে হৃদয়ে দাফন করতে হয় ;
এমন কিছু দুঃখ আছে যা কেউ দেখতে পায় না —কেবল নিজেকে সেই দুঃখের চিতায় ভস্মীভূত করতে হয় ;
এমন কিছু প্রেম আছে যার এই পৃথিবীতে পূর্ণতা নেই—
অপূর্ণতা জেনেও খুব যত্ন করে পোষতে হয়
নিজেকে নিঃশেষ করতে ;
আমি এমনই একজন মানুষ , একজন প্রেমিক
এমনই একজন কবি — যার ভিতরে অজস্র কবিতা প্রচণ্ড ঘৃণায় আত্মহত্যা করেছে!