আমরা পৃথিবীর অন্যসব মানুষের থেকে ভিন্নভাবে
দারিদ্র্যতাকে ভোগ করি ;
পৃথিবীর অন্যসব মানুষের থেকে অন্যরকম ভাবে যন্ত্রণাকে ভোগ করি।
আমাদের দুঃখ, পৃথিবীর অন্যান্য মানুষের চেয়ে প্রচণ্ড ভাবে শোকাহত করে;
আমরা পৃথিবীর অন্যসব মানুষদের থেকে অন্যভাবে নির্যাতন ভোগ করি ;
কেননা আমরা বাঙালী, আমাদের ব্যথা কষ্টহীন ব্যথা।
বাঙালীরা পৃথিবীর অন্যসব ক্ষুধার্ত মানুষ থেকে সম্পূর্ণ ভিন্ন, কারণ এটি বাঙালীর ক্ষুধা!
বাঙালী মহিলা ধর্ষণ সহ্য করে পৃথিবীর অন্যসব মহিলাদের থেকে একেবারে আলাদাভাবে  —
বাঙালী শিশুটি একটি শিশু সৈনিক, একটি ক্রীতদাস শিশু অথবা একটি নিছক পথ শিশু,!
আমরা আমাদের স্বদেশে অবৈধ অভিবাসী: নাগরিক নয় কিন্তু নিজের বাড়িতেই একজন উদ্বাস্তু।
বাঙালী পৃথিবীর অন্যসব মানুষের থেকে ভিন্নভাবে মারা যায়।