সং+বিধান = সংবিধান।  

‘সংবিধান’ এর আভিধানিক অর্থ হচ্ছে: রাষ্ট্র গঠনের পদ্ধতি,  
রাষ্ট্র গঠনের বা পরিচালনা সংক্রান্ত মূলনীতি,
রাষ্ট্রের গঠনতন্ত্র অথবা এক কথায় শাসনতন্ত্র।

এখন যদি ‘সংবিধান’- কে এভাবে ভেঙে-ভেঙে অর্থ
প্রকাশ করি— তবে ‘সং’ শব্দের অর্থ হলো:
অদ্ভুত সাজপোশাকধারী অভিনেতা বা একজন ভাঁড় ;
এবং ‘বিধান’ শব্দের অর্থ — শাস্ত্রসম্মত রীতিনীতি ; নিয়ম বা আইন।

এখানে ‘সং’ হলাম আমরা সাধারণ জনগণগোষ্ঠী ;
আর ‘বিধান’  হলো সরকার (রাষ্ট্র শাসনের দায়িত্বে  অধিষ্ঠিত গোষ্ঠী)


অতএব সরকার যখন যেভাব যা কিছু নিয়ম করে
আমরা সাধারণ জনগণ — তা বুঝে বা না-বুঝে ,
স্বজ্ঞানে  কিংবা অজ্ঞানে , স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায়  একেকজন ভাঁড় সেজে ধেই ধেই করে নৃত্য করি।

আমরা হলাম সংবিধানের সং.....