কতকাল তোমাকে দেখিনা!
আমি ঈশ্বরের কাছে একটি দীর্ঘসময় প্রার্থনা করেছি, —
যেন কোন এক বসন্তে তোমার সাথে আমার দেখা হয় ;
হয়তো কয়েক'শ বসন্ত চলে গেছে তবুও
আর দেখা হলো না।
আমি আক্ষিপ্ত অপেক্ষমান একজন আবেদক ;
কিন্তু এখন প্রচণ্ড উদবিগ্ন — যদি ঈশ্বর দুর্ভাগ্যবশত এই বসন্তে আমার প্রার্থনা মঞ্জুর করেন!
কেননা আমি চাই না এই বসন্তে তোমার সাথে আমার দেখা হোক ;
এবারের বসন্ত কোন রোমাঞ্চকর বসন্ত নয় —
বনে,বাগানে,পথে চারদিকে ফুটেছে কেবল ধুতুরা;
বাতাসে-বাতাসে বইছে বিষাক্ত গন্ধ!  
এবং মৃত গাছগুলোর ডালে-ডালে কুচকুচে কালো কাকেরা বেসুরো কণ্ঠে গান করছে— অস্বস্তিকর পরিবেশ;
এটি প্রেমময় নয় মারাত্মক ভয়ংকর বসন্ত!!


উৎসর্গ: কবি ও আবৃত্তিকার মোহাম্মাদ শামীম আহসান -কে।