শহরে নতুন-নতুন মুখ — মানুষ কিংবা ভূত নয়
দেদার কুকুরের মুখ ;
আমি এতো-এতো নেড়ি-কুত্তা শহরে আগে কখনো দেখিনি!
রাত কি'বা দিন রাজপথে সংহতভাবে অবৈধ সংগমে ব্যাপৃত ;
রাস্তায় বেড়োতে এখন ভয় হয় — মানুষের জীবন ও সম্পদ অনিরাপদ।
অথচ এখন বসন্তকাল— বাহিরের স্নিগ্ধ বাতাস,
বাহারি ফুলের সৌন্দর্য এবং পরিযায়ী পাখিরা সংগীত উপভোগ করার কথা ;
আমি ঘরে বসে-বসে কেবল কুকুরের ঘেউঘেউ শুনছি।