বলছি, হে মুরাদ—
পান তো খাচ্ছো আয়েসে বেশ!  
অথচ টেরই পেলেনা তুমি, পান চিবোতে-চিবোতে
কবে তোমার পুরো জিন্দেগী-ই হলো শেষ।