ভাবছি ,এই শহর ছেড়ে পালিয়ে যাবো কোন এক অরণ্যে,
পাহাড়ে অথবা মরুভূমিতে ;
যেখানে কুকুর নেই, ইদুঁর নেই কেবল কিছু মানুষ বসবাস করছে— নির্ভয়ে এবং স্বস্তিতে।
যখন গতকাল রাস্তায় বেরিয়েছিলাম, একদল উন্মত্ত হিংস্র কুকুর —
আমাকে ধাওয়া করছিলো কামড়ানোর জন্য প্রচণ্ড ভয়ে-ভয়ে ঘরে ফিরলাম;
আজ ঘরের গর্তে লুকিয়ে থাকা আজস্র অভুক্ত ইদুঁর বাহিরে বেরিয়ে এসেছে, —এরা সর্বভূক!
আমার ঘরের খাদ্য,গচ্ছিত জামা,দেয়ালে সাঁটানো মানচিত্র,
বুকসেলফ থেকে রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি’,
আল মাহমুদের ‘সোনালি কাবিন’ এমনকি সংবিধানকে চিবিয়ে খাচ্ছে —
এরপর এরা মানুষ খাবে!
ভাবছি , এই মানুষখেকো শহর ছেড়ে পালিয়ে যাবো
কোন এক অরণ্যে, পাহাড়ে অথবা মরুভূমিতে —একা কিংবা অনেকে;
যেখানে মানুষ একসাথে নির্ভয়ে, স্বস্তিতে বাঁচে —ফুল, পাখি, বৃক্ষের মতো।
উৎসর্গ: কবি আল মাহমুদ।