বত্রিশ কেবল একটি গানিতিক সংখ্যা নয় !  
কারো কাছে এটি একটি আবেগ, ক্রোধ কিংবা ভালোবাসার।
বত্রিশ মানে ইতিহাসের একটি ছেঁড়া অধ্যায়,
সংবিধানের একটি অনুচ্ছেদ ;

একজন টেরোরিস্টের কাছে বত্রিশ মানে — . ৩২ একটি আগ্নেয়াস্ত্র ;
একজন প্রেমিকের কাছে বত্রিশ মানে —তার প্রেমিকার ব্রা'র সাইজ ।
আবার,কারো-কারো কাছে বত্রিশ মানে — একটি আতংক
ধানমণ্ডির সেই ঐতিহাসিক বাড়ী।
কিন্তু আমার কাছে বত্রিশ মানে —“ বেঙ্গলী ইন্ডিপেন্ডেন্স মিউজিয়াম।”