(কবি হেলাল হাফিজ এর মৃত্যুতে শোকাহত এবং তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন)


আমি জানি না কতটা দুঃখ পেলে মানুষ এমন হয় —
নিজেকে দুঃখী বলে অস্বীকার করে নির্দ্বিধ উক্তিতে!

আমি জানিনা আঘাত কতটা গভীর হলে মানুষ এমন হয়— নিঃসঙ্গ, শৈল্পিক স্রষ্টা!
অজস্র ধ্রুপদী কবিতার জনক ;

কেবল এতোটুকু জানি, হে কবি,
এদেশের মানুষের হৃদয়ে তোমার বসবাস;
বেঁধেছো চিরকালের জন্য শব্দের সমৃদ্ধ একটি ঘর।