মাঝে-মাঝে আমি নিজেকে চিনতে পারিনা—
বড্ড অচেনা লাগে;

আমার আমিকে জিজ্ঞেস করি, কে আমি?
উত্তরে যখন জানতে পারি আমিই আমার পরম-শত্রু —
তৎক্ষণাৎ আমি আত্ম-বিদ্রোহ করতে প্রস্তুত হই;
অথচ আমি বেমালুম ভুলেই যাই
আমার বিকলাঙ্গের কথা।