তুমি যদি কোন সাধারণ মানবী হতে —
আমি সহজেই তোমাকে বুঝতে পারতাম।

কিন্তু তুমি তো দুর্বোধ্য এক কবিতার মতো ;
যার প্রতিটি শব্দের অর্থ, রহস্যময় বাক্যের পঙক্তিগুলো
বুঝতে গিয়ে —
দিন-রাত ভাবনায় মশগুল হয়ে টেরই পেলাম না
কবে যে পুরো জিন্দেগীটাই ফুরিয়ে গেলো — হায় আফসোস!
আমি কিরকম এক অবোধ পাঠক।