মনে করেন, স্বাধীনতা হচ্ছে অ্যালকোহলযুক্ত
এক প্রকার শরাব—
আমাদের জাতি স্বাধীনতাকে শরবত ভেবে অধিকতর পান করে —শৌণ্ড হয়ে গিয়েছিল ;
অত:পর তাদের প্রমত্ত চোখে দেখতে পেল স্বাধীনতার অমরত্ব!
কিন্তু এই ঘোরের মধ্যে নির্বোধ জাতি টেরই পেলো না
স্বাধীনতা কবে ছিনতাই হয়েছে।
উৎসর্গ : কবি আব্দুল লতিফ রিপন - কে।