মহানন্দা, তোমার বিচ্ছেদ আমাকে করেছে ভবঘুরে ;
আমি ইসরায়েলী শরণার্থীদের মতো
আজকে এখানে তো কালকে অন্যখানে— হন্নে হয়ে ফিরছি;
এই রাষ্ট্রের চৌহদ্দীর ভিতরে কোথাও তুমি নেই ;
কেবল তোমার মঞ্জুশ্রী মুখের প্রতিবিম্ব রৌদ্রের তীর্যক রশ্মিকে রুদ্ধ করে
প্রতিফলিত হচ্ছে আমার চারপাশে।
আমি যতবার ছোঁতে চেয়ছি হুছুট খেয়ে থুবড়ে পড়েছি মাটিতে;
কড়কড়ে শুকনো মাটিতে তোমার দেহের তীব্র ঘ্রাণ পাই,
অত:পর প্রবল স্পৃহা জাগে তোমার স্তনযুগল, নাভিকমল এবং জননেন্দ্রিয়কে লেহন করতে;
নেহাত আমি ভুলে যাই আমাদের বিচ্ছেদের কথা
আমার চিন্তার কি দুর্দান্ত বিভ্রম !!