একটি খোঁড়া ঘোড়া
যে কি না স্বাভাবিকভাবে দাঁড়াতেই পারতো না,
তাকে নিয়ে দাঁড় করানো হয়েছিলো প্রতিযোগিতার মাঠে;
কতবার বলেছি, অশ্বরোহী, ওরে পাগলী!
এবার থাম! থাম! থাম!
শুনলই না। একগুঁয়ে, নির্বোধ সওয়ারী ছুটলো...
খোঁড়া ঘোড়ার পিঠে চেপে — এক হাতে চাবুক মেরে
আরেক হাতে বল্গা টেনে।
খোঁড়া ঘোড়ার খুরের শব্দে শুনেছিলো সে , — অমর বিজয়ের গান!
আমি শুনতে পেয়েছিলাম, তার পরাজিত আত্মার বীভৎস চিৎকার!
বি:দ্র: ২২-১১-২৪ ইং তারিখে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত।