সকালে হঠাৎ সমস্ত শহরে প্রাদুর্ভূত!
বিকেলে যুদ্ধ শুরু হয়, কেউ বাহিরে যায়নি —
কারণ তখন আষাঢ়ে আকাশ অন্ধকারঘন কালো মেঘে আচ্ছাদিত ;
এবং কিছুক্ষণ পরই প্রচন্ড বৃষ্টি হচ্ছিল
যার ফলে
আমরা কেউই খাবার কিনতে বাহিরে যাইনি
সবাই হোম ডেলিভারির জন্য ফুডপান্ডার মাধ্যমে
বিভিন্ন রেস্তোরাঁয় খাবার অর্ডার করছে;

অত:পর আমরা একটি ঘরে ঢুকে পড়লাম টিভি দেখার জন্য
যুদ্ধের অগ্রগতি ধীর ছিল
সবাই অধৈর্য হয়ে পড়ল
অথচ  আমরা যেখানে ছিলাম সেখানেই রয়ে গেলাম,
অযথা সময় নষ্ট করছিলাম।