এখন বর্ষা —
বর্ষা মানেই মেঘাচ্ছন্ন আকাশ,
ব্যাপক বৃষ্টি — নদীতে জলের অভিনব নৃত্য!
পথে ও পুকুরে ফুটন্ত ফুলের অপরূপ সৌন্দর্য ;
থোকা-থোকা মন্থর বায়ু মূহুর্তেই চঞ্চল বেগে আউশের—
মাঠে সবুজ ঘাসে ঢেউ তুলে ছুটে চলার দৃশ্যই
একটি স্বাভাবিক বর্ষা ।
অথচ আজ এই বর্ষায়,—বাহিরে বুলেটের বর্ষণ!
বাতাসে বারুদের বিদগ্ধ গন্ধ — পথে-পথে রক্তজবার মতো ফুটে আছে মানুষের শব!
তাজা খুনের টকটকে রক্তে আকাশটা রক্তাভ ,
নদীতে বহমান রক্তের স্রোত,
জাতির চোখে দৃশ্যত হলো একটি ভয়ংকর লাল-বর্ষা!