ভালো নেই আমার শহর, অশরীরী প্রেতত্মারা আছর
করেছে শহরের শরীরে!
এখানে বড্ড অপ্রস্তুত সময় যাচ্ছে ;

গতকাল সন্ধ্যেবেলা একটি  ছাপা খানার পাশ দিয়ে যাচ্ছিলাম,
হঠাৎ কারো গোঙানির শব্দ শুনতে পেয়ে থমকে দাঁড়ালাম;
আশেপাশে কেউ নেই!
ভাঙাচুরা ল্যাম্পপোস্টের খুঁটি নুয়ে পড়ে আছে ভূতের মাথার মতোন,
অগ্নিসংযোগে বিধ্বস্ত শহরের উঁচু- উঁচু ভবন থেকে
মানুষের হাড় পোড়া উৎকট গন্ধ এবং
মৃতদের ফুঁপানো কান্নার সুর আমার কর্ণকুহরে
হালকা মিউজিকের মতো বাজছে ;

তবুও, ত্রস্ত হয়ে ছাপা খানার ভিতরে প্রবেশ করলাম —
দেখলাম,কয়েকজন নতুন ধারার সাহিত্য সম্পাদক
কবিতাকে বলাৎকার করছে,—যেভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো
অবৈধভাবে রাষ্ট্রকে লোমহর্ষক বলাৎকার করে ;
কবিতার উলঙ্গ শরীরে খামচার রক্তাক দাগ
মানচিত্রের তীর্যক রেখার মতো দীর্ঘ;

একবার আমার চোখের দিকে তাকাও, দেখো,
এসব দেখে দেখে আমার চোখ দুটো কুক্কার মতো লাল হয়ে উঠেছে।