আমরা প্রচণ্ড ক্ষুধার্ত — চোখে মুখে দুর্দান্ত ক্রোধ ;
আমাদের জাতিস্বত্বা ছিনতাই করা হয়েছে
অথচ আমরা টের-ই পাইনি!
কেননা আমরা হিপনোটিজম এর শিকার ছিলাম!
দেখুন, এদেশের রাজনৈতিক দলগুলোর
প্রত্যেক নেতারাই এক-একজন দক্ষ হিপনোটাইজার ;
বাহাত্তরে পর থেকেই তারা সহজেই
আমাদের হিপনোসিস করছেন নিজেদের স্বার্থে —
আমাদের চিন্তাকে তাদের ইচ্ছায় পরিচালিত করেছেন—
সাম্প্রদায়িক দাঙ্গায়, রাজনৈতিক প্রতিহিংসায়
এমনকি রক্তক্ষয়ী সংঘর্ষে কিংবা গৃহযুদ্ধে।
আমরা কেবল ‘ক্রিষ্টেল গেইজিং’ এ দেখতে পেয়েছি,—
‘ডেমোক্রেসি, বাংলাদেশ ইজ এ ডেমোক্রেসি কান্ট্রি’!!