কোন বসন্তের ফুলেল মিষ্ট গন্ধে আমি মাতাল হইনি ;
তোমার দেহের ঘর্মাক্ত গন্ধ আমাকে মাতাল করে তুলেছে !
অথচ তুমি, একজন মাতাল প্রেমিককে জিজ্ঞেস করছো,—
“ তুমি কি চাও?”
আমার অগ্নিবর্ণ চোখের দিকে একবার তাকাও, দেখো, শীঘ্রই এই পৃথিবী দগ্ধ হতে চলছে।