ভাদ্রের তপ্ত দুপুরে খাঁ খাঁ করছে সমস্ত ঢাকা শহর;
আচমকা আব্দুর রহমান তারেকের সঙ্গে সাক্ষাৎ
শাহবাগে, প্রথমে আমি চিনতে পারিনি
বাবরিকাটা চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি,
যেন সদ্য যুদ্ধস্থল থেকে ফিরে আসা এক যুবকের সঙ্গে দেখা,
এই ভ্যাপসা গরমে বুলেটের দানার মতো কপালে ঘামের বিন্দু ;
ড্যাবডেবে চোখ দুটো বারুদের মতো জ্বলছে!
তাঁর সমস্ত চেহারায় দুর্দান্ত ক্ষোভ ও দুঃখের অভিব্যক্তি
দীর্ঘদিন ধরে হন্নে হয়ে একটি চাকুরী খুঁজচ্ছেন
আমি তাঁকে কি জিজ্ঞেস করবো ভেবে পাচ্ছি না!
বাহাত্তরের পর কি কোন সাধারণ নাগরিক
রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এমন একজন ব্যক্তি কি ভালো ছিলেন কিংবা
আজো ভালো আছেন— আমার জানা নেই!
ক্ষমতাসীন যেকোনো রাজনৈতিক দলের লোকের দিকে তাকান,
গতকাল যার দু'মুটো অন্ন জুটেনি
আজ সে মার্সিডিজ নিউ ব্রান্ডের গাড়িতে চড়ছে,
লাক্সারি বাড়ীতে থাকছে,
রোজ নিত্য নতুন রূপসী নারীদের শয্যাসঙ্গী হচ্ছে,
দিব্বি আছে রাষ্ট্রকে অবৈধভাবে সম্ভোগ করে!
অথচ দীর্ঘদিন ধরে আব্দুর রহমান তারেকের মতো
অজস্র যুবক হন্নে হয়ে—এখনো একটি চাকুরি খুঁজচ্ছেন।
উৎসর্গ: জনাব আব্দুর রহমান তারেক
সঞ্চালক,লাইভ রেডিও।