আমাদের লোকাল এম পি 'র  বাসা থেকে
গতকাল সন্ধ্যায় তাঁর পোষ্য বিড়ালটি  নিখোঁজ হয়েছে ;
পুরো এলাকায় হইচই, পাড়ায়-পাড়ায় মাইকিং,
মোড়ে- মোড়ে ঝুলানো বড়-বড় ফেস্টুনে হারানো বিজ্ঞপ্তি;
স্থানীয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করছেন— জাতীয় দৈনিক সংবাদপত্রের এবং
স্যাটেলাইট চ্যানেলের সাংবাদিকদের উপচে পড়া ভিড় !  
এসব দেখে  আমি আশ্চর্য হয়ে ভাবছি, — আফসোস!
আমার নাগরিক জীবন একটি পোষ্য বিড়ালের চেয়েও
তুচ্ছ।