আমাকে যদি কেউ বলে,- কাল সর্পিণীর ছোবল খেতে?
আমি সহাস্য বদনে এককোটি বার খেতে পারবো!
নীলপদ্মের মতো যদি সমস্ত শরীর বিষে প্রগাঢ় নীল হয়ে যায়;
সে বিষ শরীরে ধারণ করে পরম সুখে বেঁচে থাকতে পারবো।
মহানন্দা, তবুও তোমার চুম্বন খেতে পারবো না!
সর্পিণীর দন্তাঘাতের চেয়েও অত্যুগ্র বিষাক্ত
তোমার এক-একটি চুম্বন,
ত্বরিত গতিতে হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে সঞ্চারিত হয়
তিগ্ম-বিষ-ক্রিয়া;
আমি ছটফট করতে থাকি অসহ্য মরণ যন্ত্রণায়;
চিৎকার দিতে-দিতে দেখি,তোমার বহুরূপী কাঁকলাস রূপ!!
তারিখঃ-১৭-০৯-২০২২ ইং
নারায়ণগঞ্জ, ঢাকা।