যে তোমাকে অস্বীকার করলো সে অজান্তেই বাংলাদেশকে অস্বীকৃতি জানালো ;
যে তোমাকে আজ অশ্রদ্ধা করলো সে অজ্ঞতায়
বাংলা ভাষাকে কলুষিত করলো ;

কেননা সে জানেই না তুমি কে?—  সে ভেবেছে, তুমি হয়তো মামুলি কোন এক রাজনৈতিক ব্যক্তি ছিলে!

সে এখনো জানেইনি— তুমি এদেশের প্রথম ইতিহাস,
এই ভূখণ্ড, এই মানচিত্র, এই পতাকা !

তুমি প্রজ্বলিত একটি উজ্জ্বল নক্ষত্র  
যাকে সহজভাবে দেখা যায় কিন্তু সহজেই স্পর্শ করা যায় না !