এই আলোকময় শহরে আমি মাঝে-মধ্যে উন্মনা হয়ে যাই;
আমার সমস্ত সত্তায় সৃষ্টি হয় রিক্ত হাহাকার!
যেন এমন কিছু একটা আমি হারিয়ে ফেলেছি
যা ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ অমূল্য ঐশ্বর্য কোন — বহু আগে নিজের অজান্তেই;
এখন খুঁজে বেড়াচ্ছি —পথে, বাসে, শহরের উঁচু ভবনে
অজস্র মানুষের ভিড়ে
সবখানে, প্রতিটি মূহুর্তে — একটি পবিত্র মুখ!
শৈশবে যখন গ্রামে ছিলাম
একবার প্রাকৃতিক দুর্যোগ আমাদের মাঠের ফসল ধ্বংস করেছিল;
মজুত করা শস্য ফুরিয়ে গেল, ঘরে খাবার ছিল না;
আমরা পরিবারের সবাই রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে ছিলাম ;
এবং সকালে ঘুম থেকে উঠে দেখলাম,—উনুনে আগুন জ্বলছে ;
মা আমাদের জন্য রুটি তৈরি করছেন এবং মুখে এক ঝলক প্রশান্তির হাসি ছিলো —
আমরা সবাই বৃত্তের মতো গোল হয়ে উনুন ঘিরে বসে মায়ের হাতের বানানো রুটি খাচ্ছিলাম ;
এটাই আমার জীবনের শ্রেষ্ঠ সুখের মূহুর্ত ছিলো—
আমার মায়ের পবিত্র মুখে এক ঝলক হাসি।