।।টিয়ে।।
সুদীপ সিনহা
মান করেছে টিয়ে,
করবে না তো বিয়ে।
একলা কোথাও উড়েই যাবে,
খোকন সঙ্গে নিয়ে।

অনেক দূরের দেশে,
যেথায় ঝরনা এসে,
পাহাড় থেকে ঝরে ঝরে,
নদীতে যায় মিশে।

সেই পাহাড়ের কোলে,
হরেক দোলনা দোলে।
এগাছ ওগাছ চামর দোলায়,
একটু হাওয়া হলে।

গাছে হরেক পাখি,
নিত্যি ডাকাডাকি।
এগাছ ওগাছ জলসা তাদের,
বাসাতে ডিম রাখি।

সেই ডিমেরই ছানা,
চোখ ফোটেনি কানা।
ভীষন চেঁচায়,ক্ষুধার জ্বালায়,
মেলবে বুঝি ডানা।

সেই দেশেতে টিয়ে,
পৌছালো তো গিয়ে।
খোকন বলে কোথায় এলাম,
টিয়ার কি আজ বিয়ে।
12/07/21