সুখ শান্তি
।।সুদীপ সিনহা।।
সুখ যে কোথায়, সুখ যে কোথায়,
এদিক ওদিক খুঁজি।
চোখের সামনে না জুটলে,
ধ্যানে চক্ষু বুজি।
ঘুরে মরি,দেশ বিদেশে,
করি তীর্থ ভ্রমন।
সাতমহলা বাড়ি বানাই,
সাজাই মনের মতন।
বন্ধু বানাই বাছাই করে,
সাথী করি যোগ্য।
তবু কেন,জীবন আমার
নয় সে উপভোগ্য।
সুখ খুঁজে যাই, শান্তি খুঁজি,
হাতড়ে মরি বাজার,
কোথায় পাবো সুখের হদিশ,
মুখ করে রই ব্যাজার।
সুখের জন্য, ধন করলাম,
মান করলাম জড়ো।
যা না পেলাম,ছিনিয়ে নিলাম,
হলাম যে হামবড়ো।
সবাই আমায় সম্মান দেয়,
ভয়ে পালায় দূরে।
মোসাহেবে সেলাম ঠোকে,
শত্রুরা দেখে ঘুরে।
তবু কেন ছাই,শান্তিই নাই,
চাওয়ার চাহিদা বাড়ে।
শান্তি নিয়েছে বিদায় আমার,
সুখ গেছে, চুপিসারে।
02/03/25