কি কারণে করোনা
        সুদীপ সিনহা।
কি কারনে করোনা হে জড়ালে আমারে,
তোমার কালো বিষের, করাল গ্রাসে,ডরালে আমারে।
তোমার রক্তচক্ষু ,শত শত,
করলো প্রাণে,হাজার ক্ষত।
আবার ঝাপটা মেরে,লেজে খেলাও, কেন বারে বারে-
কি কারনে করোনা হে জড়ালে আমারে।

ছিলাম আমি নিদ্রাগত,বুঝিনি ভাই তুমি আগত,
তুমি চুপিসাড়ে, ঝাড়েমুড়ে,
ঢুকলে কখন অন্তঃপুরে।
আবার দিয়ে ছোঁয়া বানালে ছবি,
কোন সে চমৎকারে,
কি কারনে করোনা হে জড়ালে আমারে।

ওগো ,প্রানের ব্যাথা কইবো কারে,
জগৎ বিষম অন্ধকারে।
ত্রাহি ত্রাহি রবের মাঝে,
মৃত্যু শীতল নৃত্য নাচে।
আবার দূরে দূরে, সরে সরে,থাকি হাহাকারে,
কি কারনে,করোনা হে জড়ালে আমারে।
18/04/20হলদিয়া।