সহজ কথা
সুদীপ সিনহা
সহজ কথা বলতে গেলেই,
কঠিন ধরে চেপে।
তাইতো আমি,হেলে দুলেই,
বলছি অনেক মেপে।
সহজ বলা সহজ,
সেটা বুঝতে চায়না লোক,
সহজ শুনেই,সানায় মগজ,
বলে,কঠিন হোক।
কঠিন করে,দ্যাখে সবাই,
কঠিন করে ভাবে।
তাইতো দেখি,সহজ জবাই,
কোন অতলে নাবে।
হারিয়ে যাচ্ছে ,আপন স্বরূপ,
মুখোশ এখন প্রিয়।
বুঝতে নারি, কোনটা বিরূপ,
কোনটি রমণীয়।
চোর ডাকাতরা,বিখ্যাত আজ,
নেতা,অভিনেতা।
রাজনীতিতে করেছে যে রাজ,
কি বলি তার কথা।
হারিয়ে যাচ্ছে আপন স্বদেশ,
কন্ঠ ছেড়ে বলি।
লোটার থেকে,বাঁচান এ দেশ,
নয়তো জলাঞ্জলি।
সেদিন তো নয়, অনেক দূরে,
আবার জাগবে মানুষ।
রাত পোহাবে,হৃদয় পুরে,
উড়িয়ে মিথ্যে ফানুস।
নিমতউড়ি।।22/04/19