সময়
।।সুদীপ সিনহা।।
টিক টিক টিক টিক
ঘড়ি কি বলে,
ঠিক ঠিক ঠিক ঠিক
যাও গো চলে।

দাঁড়াবার তর নেই,ওগো তটিনী,
ছল ছল কল কল ,
কি তব বাণী?
সামনে সামনে আরো,সামনে চলা,
আমার কথা হল,এই কাহিনী।

ও মাঝি কোথায় যাও,
স্রোতের গায়ে,
আমায় নেবে কি তুমি তোমার নায়ে।
দুই পারে কাশবন, তালের সারি,
তুমি কি পৌঁছে দেবে আমায় বাড়ি।

গরুর গাড়িটি চলে দুলকি চালে,
কাঁচর কাঁচর রব,বাজছে তালে।
কচোয়ান গান গায়,গুনগুনিয়ে,
সবাই ব্যস্ত দেখি,আজ সকালে।

সময় যাচ্ছে চলে,
সব ছাড়িয়ে।
জীবন মরন ছুঁয়ে,
গেল হারিয়ে।
এর মাঝে আমি কই,
খুঁজি বার বার,
প্রতিধ্বনি ভেসে আসে,
শুধু হাহাকার।
26/10/21