রামকৃষ্ণ পরমহংস
    সুদীপ সিনহা
রামকৃষ্ণ,রামকৃষ্ণ,রামকৃষ্ণ স্মরনম,
আত্মশুদ্ধি,পরমমুক্তি,সর্ব সিদ্ধি ভরনম।
সর্ব কালের তুমিই শক্তি,মুক্তি পথ দিলে তুমি,
রামকৃষ্ণ,রামকৃষ্ণ,তব পদে নমি নমি।
যত পথ তার তত মত,তুমি সর্ব সম প্রচারিলে,
ভিন্ন ধর্ম,ঈশ্বর নয়,তুমি নিজে আচারিলে।
নিজের ধর্ম ঠিক আর পরের ধর্ম ভুল,
খন্ডালে তুমি সবাই সমান,ঈশ্বর সমতুল।
সত্য পথে,ঈশ্বর মেলে,প্রচার করিলে ওগো তুমি ,
ঈশ্বর লাভ করিতে গেলে, ছাড়তে হবে ওগো "আমি"।
একাধারে তুমি শ্রীকৃষ্ণ অন্য ধারে রাম,
রামকৃষ্ণ ,রামকৃষ্ণ তোমারে প্রণাম।
পরমহংস তব বাণী জুড়ে অমৃত হেরি,
রামকৃষ্ণ, রামকৃষ্ণ ,প্রণাম করি।
হলদিয়া।।11/03/20