শুধু তোমাকেই,শুধু তোমাকেই,
ভীষন মনে পড়ে.....
///////কি লিখি////
প্রিয়তমাসু
।।সুদীপ সিনহা।।
কেমন আছো তুমি,
কেমন আছে তোমার সপ্নগুলো?
এখানে আমার ভাবের ঘরেতে,
জং ধরা আর ধুলো।
এখানে আমার একলা হৃদয়,
বিষণ্ন মরুভূমি।
হয়তো তোমার চপল চাহনি,
হাসি ঠাট্টার ক্ষণে,
আমি নেই আর মনে।
হয়তো তোমার সকাল বিকেল,
শত ব্যস্ততা মাঝে,
আমার স্মৃতিরা, ফিকে হতে হতে,,
আসে নাকো, কোনো কাজে।
দূরে সরে গিয়ে,আঁকড়ে ধরেছ,
হাজার নতুন সুখ,
হাজার সুখেও,তুমি কেন তবু,আমার গোপন দুখ।
হয়তো তোমায়, হয়নি কো বলা,
আমার মনের কথা।
শুধু চোখে চেয়ে,
আকুতি করেছি,
বেদনার বন্যতা।
বুঝেছিলে সবই,
তবু বোঝ নাই,
আমার সে আকুলতা।
উদাসীন হয়ে,
তফাৎ নিয়েছো,
একি তব শুন্যতা।
আপন মনের মাধুরী মিশায়ে,
তোমার স্বর্ণ ছবি,
এঁকে যায় এই কবি।
জানি কোনোদিন ,
হবে না কো দেখা,
মুছে দেবে সব স্মৃতি,
মধু মিলনের তিথি।
তবে, যেও ভুলে,
তবে ,যেও চলে,
আরও দূর হতে দূরে,
আঁধারের পথ ঘুরে,
আলোর মিলন লাগি।
আমি রব,দূরে জাগি,
একলা আঁধারে দুখে,
তোমার ছবিটি বুকে।
সব কটি সাধ,
হয়না কো পাওয়া,
এক জনমের কালে।
হয়তো আগামী জন্মে,ফুলেরা,
ফুটে ফুটে রবে,
লালে লালে।
16/10/20