প্রেমের ঠাকুর
      সুদীপ সিনহা
পরম প্রেমময়- ঠাকুর আমার --
প্রেমের আনন্দ রূপ,চন্দ্রসম প্রায়।
ভকতি রস বিনোদ, তুমিহে অপার,
মম চিত্ত উদ্বেলিত,তব প্রেমছায়।

জীবনের প্রতি ক্ষনে ক্ষনে,
তুমি আছো,শ্বাসে- প্রশ্বাসে।
প্রতি স্বপ্ন মম ,সঞ্চয়নে,
তব প্রেম আহরণ আশে।

জীবনের যত পাপ ,তাপ,
ক্লেশ ,ঘৃণা,ক্ষোভ,অভিমান।
সব জুড়ে,তোমারই প্রতাপ,
সব খানে,তব জয়গান।

বিপদে আপদে প্রভু
তোমারই বাণী প্রাণে।
কষ্ট পেলেও তবু,
সফলতা রোজ আনে।

ভক্তি রসের ধারা,
আরো হোক প্রেমময়।
সেই প্রেমে মাতোয়ারা,
হোক না গো,এ হৃদয়।
হলদিয়া/06/03/20