প্রেম সংলাপ
       সুদীপ সিনহা।
--কোথায় তুমি, হারিয়ে গেলে নাকি?
--এইতো আমি,কেবল,চোখের ফাঁকি!
--তোমায় কেন পাইনা ছুঁতে আমি,
---বুকের মাঝে লুকিয়ে আছি,
রুধীর স্রোতে থামি।
--আলো ছায়া লাগছে কেন এমন,
এইতো ছিলে, এই হারালে,মরীচিকার মতন।
--হারাই নি তো,আবার করছো ভুল,
তেমনি আছে,বাঁধন তোমার,সরেনি এক চুল।
--সত্যি তুমি,ভীষন দুস্টু আছো,
কেন এমন ,কাঁদিয়ে আমায়,আনন্দেতে নাচো।
--তোমার জন্যে নাচি,সখী,তোমার জন্যে গাই,
তোমার মাঝেই আমার প্রকাশ, তোমাকেই তো চাই।
--মিথ্যে কথা,চাওনা মোটেই,বানিয়ে বলো!
নিজের ইচ্ছে,যা খুশি তাই করেই চলো।
--রাগছো কেন,বোকা মেয়ে,হেই,
বোঝনা কি,তুমি ছাড়া,কেউ যে আমার নেই।
--তুমিই আমার কান্না,হাসি,ঝগড়া কি খুনসুটি,
তুমি আমার একজনই তো,নেইকো অন্য দুটি।
---হাজার বাধা আসুক ফিরে, অনেক দূরেও থাকি,
তোমার আমার,প্রেমের বাঁধন,এক হৃদয়ে রাখি।
রাধামনি।।26/02/20