মুহূর্ত গুলো
    সুদীপ সিনহা
মুহূর্তগুলো তোলপাড় করে দেয়
মূহর্ত গুলো ,হুশ ভুলে যাই সব।
মুহূর্ত গুলো ,সম্মান নিয়ে নেয়
মুহূর্ত গুলো, জীবনের কলরব।
মুহর্তে আমি,বদলে আরেক জন
মুহূর্তে খুঁজি ,উথাল পাথাল সুখ।
মুহূর্তে আমি, বিলিয়ে দিয়েছি মন
মুহূর্তে আমি,মিটিয়ে নিয়েছি ভুখ।
এক মুহূর্তে,জীবন বদলে যায়
এক মুহূর্তে, জীবনের ইতিহাস।
এক মুহূর্তে, কুরে কুরে সব খায়
এক মুহূর্তে, মৃত্যুতে পরবাস।
এক লহমায়,তুমি আর তুমি নও
আয়নার কোনে,কোন জন করে বাসা।
এক লহমায়,তুমি কে কথা কও
এক লহমায়,শেষ হয়  সব আশা
মুহূর্ত জুড়ে,জীবন তৈরি হয়
মুহূর্ত জুড়ে,আবার মরেও যাই।
মুহূর্ত জুড়ে,জীবনের সঞ্চয়
মুহূর্ত জুড়ে, ভীষণ হচ্ছি ক্ষয়।
মুহূর্ত গুলো সাজিয়ে নিতেও পারি,
মহূর্ত গুলো,কাজেও লাগানো যায়।
মুহূর্ত গুলো ,হয়ে যাবে শুধু তারই
মুহূর্ত গুলোয়,যারা কাজ করে যায়।
---কোলাঘাট---25,09,17