মৌন মিছিল
।।।সুদীপ সিনহা।।।
চোখের জলের কমে গেছে খুব দাম,
কথায় কথায় পায়ে ধরবার সাধ।
নোনা রক্তের বিন্দুরা, জমে ঘাম,
মানবিকতার করুনা আজকে বাদ।
বুকের মোচড়,বুকেই শুকিয়ে ঘুঁটে,
মূল্যহীন সে আগুন ধরেনা ভাই।
ভিক্ষা অন্ন, চুপি চুপি নিই খুঁটে,
বিবেক দহনে, কবে হয়ে গেছে ছাই।
মুক ও বধির জীবন যাপন বেশ,
গড্ডালিকায় মৌন মিছিলে চলা।
এইমতো বাঁচি,বুকে চেপে ধরে ক্লেশ,
মনের বেদনা,মনেই লুকিয়ে ফেলা।
27/02/21