মগজাস্ত্র
      সুদীপ সিনহা
ভাবনায় শান দিই
শান দিই মগজে,
ভাবনারা তবু বলো
আসে কি গো সহজে।

কিলবিল করে শুধু
কত কি যে ফন্দি,
কয়টাকে খুঁজে ধরি,
কারে করি বন্দি।

চোখ বুজে, যেই ভাবি,
এইটাকে ধরি ভাই।
হালটাতে যেই নাবি,
দেখি আর কিছু নাই।

বদমাশ ভাবনারা
করে বেশি ছটপট।
তাই মাথা কামড়ায়,
কান করে কটকট।

এই নিয়ে মুশকিলে
পড়ে আছি ভাইরে।
চিন্তার সমাধানে,
পথ কিছু নাই রে?

খুব ভেবে ,দেখে শুনে,
পেয়ে গেছি ফন্দি।
ভাবনার সাথে আজ,
করে নেব সন্ধি।
30/07/20