মাঝি
।।।সুদীপ সিনহা।।
ঝির ঝির ঠান্ডা -পানি,
কলকল স্রোত আছে জানি।
শিরশির বয়ে যায় হাওয়া,
ভাটিয়ালি সুরে গান গাওয়া।
ছপছপ ছপছপ দাঁড় টানে দাঁড়ি,
ওপারেতে ,আঁধারেতে, বহুদূরে বাড়ি।
জালখানি পাতা আছে গাঙে,
ঢেউ আসে,উঠে পড়ে,ভাঙে।
জাল জুড়ে,সপ্নের খেলা,
তাকিয়ে তাকিয়ে কাটে বেলা।
কোন মাছ,ওঠে আসে জালে,
ভাবে বসে,মাথা থুয়ে হালে।