কষ্টে আছি মা
।। সুদীপ সিনহা।।
কষ্টে আছি মা।মনের কথা মনেই থাকে,
কেউ তো শোনে না।
সবার ভীষণ তাড়া।পলক ফেলার নেই অবসর,
আমি দিশেহারা।
ঘুরছে মানুষ,ছুটছে মানুষ,কিসের অভিলাষে,
আমি ধন্ধে ,ত্রাসে।
অবহেলায় ,অবহেলায়,সম্বল নেই কোনো,
হয়নি এ কক্ষনো।
কাজ কারবার,গেছে কমে,কমেছে চাষবাস,
সঙ্গী দীর্ঘশ্বাস।
মা গো,হেথায় আনন্দ নেই,আছে শুকনো হাসি,
তাও যে ভীষন বাসী।
মন কেমনের ,সঙ্গে একা, কেটেই যাচ্ছে বেলা,
শুধুই অবহেলা,
সবার কাছে।তাইতো,
দুচোখ জুড়ে ,আঁধার দেখি,
আলোর নিশান নাইতো।
07/09/20