জীবনের গান
।।।সুদীপ সিনহা।।।
এই কয়দিন জীবনের গান,
সুখ দুখ মিলে মিশে
এই শুরু আর এই অবসান,
ভাবনা করবো কিসে?
স্রোতের তাড়নে সময়ের নদী,
ছলছল কলকল।
বয়ে চলে যায়,ওই নিরবধি,
অকারণ উচ্ছল।
কাহারো জন্যে ,থামেনা প্রকৃতি,
কেবা তার এলো গেল।
হয়তো কাহারো,হাসিমুখ অতি,
কারো চোখ,ছলছল।
তোমার জন্যে ,দিয়েছে ভুবন,
অপরূপ কথামালা।
উপভোগ করো ,তাহা কিছুক্ষণ,
এ জগৎ করো আলা।
আপন আলোয়,জগৎ রাঙাও,
আপন কর্মে হাসো।
সুপ্ত মানবে,ঘুমটা ভাঙাও,
মানবেরে ভালোবাসো।
02/07/20