ঘুমঘোরে
সুদীপ সিনহা।
ঘুমের আড়ালে ডুবেছে শহর,
এখন অনেক রাত।
চাঁদে আর মেঘে,
লুকোচুরি খেলা,
জমে গেছে মৌতাত।
আড়ালে আড়ালে,
বুনো ঝোপে ঝাড়ে,
উঁকিঝুঁকি মারে,ভাম।
শেয়াল চেঁচিয়ে,
খেয়ালের সুরে
বলে সময়ের দাম।
বুড়ো পেঁচা তার,
ঝিমুনি থামিয়ে,
এদিকে ওদিকে চায়।
কোন ইঁদুরের ,
কয় খান ব্যাটা,
কোন পথ দিয়ে যায়।
জোনাকির দল,
ক্লান্ত চরণে,
বিছানা পেতেছে ঝোপে,
খুব চুপিসারে,
গর্ত ছাড়ছে,
দু একটা ,সাপে খোপে।
মেঘ গেছে সরে,
ক্লান্ত চাঁদের,
ক্লান্ত জোছনা ঝরে।
জুঁই ফুল তার,
আঁচল-খানিরে,
কখন দিয়েছে ভরে।
গন্ধে গন্ধে মোহিত করেছে,
চোর হাওয়াদের ঝুলি।
গন্ধের ভারে ,মাতাল হয়েছে,
পথ চলা গেছে ভুলি।
বাতায়ন খোলা,
খোলা চুল মেলে,
অভিমানী কোনো মেয়ে।
আদ্র নয়নে,ঘুমিয়ে পড়েছে,
বিরহের গান গেয়ে।
16/07/20হলদিয়া।